Ei Sundar Prithibi Chhere

এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়
নাহি চায়
তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়
কে জানে কোথায়
না, না, না, না, যাবো না, মন যেতে নাহি চায়
নাহি চায়

মনে হয় মানুষেরই সুখে-দুঃখে মিশে থাকি
তাদের কাছে ডাকি, কণ্ঠ জরায়ে ধরে বলি
যেতে দিও না আমায়

না, না, না, না, যাবো না, মন যেতে নাহি চায়
নাহি চায়

যদি সবকিছু ছেড়ে দিতে হবে
তবু এই আকাশ, এই বাতাস পিছু ডাকে কেন তবে
যদি সবকিছু ছেড়ে যেতে হবে
তবু এই আকাশ, এই বাতাস পিছু ডাকে কেন তবে
এ ভুবনে দু'দিনেরই তরে শুধু কেন আসা
মিছে মায়া-ভালোবাসা
ওগো নিঠুর জীবন, তুমি মোরে বলো না বিদায়

না, না, না, না, যাবো না, মন যেতে নাহি চায়
নাহি চায়
এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়
নাহি চায়



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link