Ei Shahare Ei Bandare

এই শহরে, এই বন্দরে, খুঁজেছি কত নিশিদিন ধরে
সহসা আলো নেভা মন দিলো জ্বেলে
তুমি এলে, তুমি এলে

এই শহরে, এই বন্দরে, খুঁজেছি কত নিশিদিন ধরে
সহসা আলো নেভা মন দিলো জ্বেলে
তুমি এলে, তুমি এলে

এসেছি ঘুরে ঘুরে এইখানে তোমারই সন্ধানে
আড়ালে ছিলে তুমি কে জানে, মনের দু'হাত মেলে
তুমি এলে, তুমি এলে

এই শহরে, এই বন্দরে, খুঁজেছি কত নিশিদিন ধরে

পায়ে পায়ে কি ফেরারী হয়ে ছিলে সবই হারিয়ে
পথ হয়ে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে
পায়ে পায়ে কি ফেরারী হয়ে ছিলে সবই হারিয়ে
পথ হয়ে আমি আসা পথে গিয়েছি দাঁড়িয়ে
দু'চোখে ছিল শুধু যন্ত্রণা, খুঁজে কি পাবো না
সে যেন মরণের তুলনা, আর দেখা না পেলে
তুমি এলে, তুমি এলে

এই শহরে, এই বন্দরে, খুঁজেছি কত নিশিদিন ধরে
সহসা আলো নেভা মন দিলো জ্বেলে
তুমি এলে, তুমি এলে



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link