Neer Chhoto Kshati Nei

নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
হে মন বলাকা, মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়

চাঁদেরও আখরে ঐ আকাশেরও গা'য়

চাঁদেরও আখরে ঐ আকাশেরও গা'য়
যেন পালক লেখনি তব প্রেমেরও কবিতা লিখে যায়
সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর

হে মন বলাকা, মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়

মেঘ, রোদ, সব বাধা পার হয়ে যাও

মেঘ, রোদ, সব বাধা পার হয়ে যাও
তব ঐ দু'টি ভীরু চোখে ভুবনেরে নাও ভরে নাও
তাই দিয়ে আপনারে সুন্দর করো

হে মন বলাকা, মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়
হে মন বলাকা, মোর অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো
নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link