Balo Ki Je Holo

বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো

বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো

জীবন তো বিবাগীর বাঁশি
সময় তো পথিক পরদেশী
এ রোগের কোনো নাম তো নেই
বেদনার কোনো যে দাম তো নেই
আমারই ভুলে মন ভেঙ্গে যে গেছে
অপরকে কেন দোষ দেবো মিছে

বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো

জেগে নেই আমি, এই কথা তো জানি
বহু রাত চোখে ঘুম নেই কো, জানি
নেশা-নেশা, ধোঁয়া-ধোঁয়া পথে
আছি আমি শুধু আমার সাথে
আমার শেষ যে আমি দেখে এসেছি তো
তাতে জীবনেরই নাম লিখে এসেছি তো

বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো

কাঁচের মতো মন ভেঙ্গে গেল
ঝড়ের হাত ধরে বৃষ্টি এলো
সে আমার কখনো ছিলো না তো
সে কথা আজ জানা গেল
ভেঙ্গে যাওয়া স্বর্গের খোঁজ পাওয়া গেল
কার দোষে সে তো আজ জানা গেল

বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো



Credits
Writer(s): Anu Malik, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link