Khushir Anek Range

খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো
দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো
অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো
অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো
চোখের জলের কোন আর নাম হয় না তো
খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো
দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

সব কথা সেই একই পরিণাম এক নয় তো
সময়ের দেওয়া দাগ যে সারাজীবন রয় তো
নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে
নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে
সবই আছে তার তো শুধু প্রাণ নেই তো
খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো
দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

কখনো হয় এমন চেহারায় মিলে থাকে
ঘোমটায় ঢাকা সেই মুখ মালা সে ফুলে গাঁথা
আপন কেউ নয় কো, তবু এ পর নয় তো
আপন কেউ নয় কো, তবু এ পর নয় তো
মনের দ্বার খুলে তাকে ডাকা যাবে না তো
খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো
দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

কি চায় যে এ মন ভীড়ে পেয়েও একেলা
তাকেই যে ঘিরে থাকে স্মৃতির এক মেলা
পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে
পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে
মনের জলসা ঘরে বাতি নেভে না তো

অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো
অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো
চোখের জলের কোন আর নাম হয় না তো
খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো
দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো



Credits
Writer(s): Anu Malik, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link