Mora Jhanjar Mato Uddam

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল
মোরা ঝঞ্ঝার মত...

আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন
মোরা বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল
মোরা বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম

সিন্ধু জোয়ার কলকল
মোরা পাগলা ঝোরার ঝরা জল
মোরা সিন্ধু জোয়ার কলকল
মোরা পাগলা ঝোরার ঝরা জল
কল-কল-কল, ছল-ছল-ছল, কল-কল-কল, ছল-ছল-ছল

মোরা দিল খোলা খোলা প্রান্তর
মোরা শক্তি অটল মহীধর
মোরা দিল খোলা খোলা প্রান্তর
মোরা শক্তি অটল মহীধর
মোরা হাসি গান শ্যাম উচ্ছল
মোরা মুক্তপক্ষ নভোচর
মোরা হাসি গান শ্যাম উচ্ছল
মোরা মুক্তপক্ষ নভোচর
মোরা বৃষ্টির জল বুনোফল খাই, শয্যা শ্যামল বন তল

মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link