Phuler Jalsay Nirab Keno

ফুলের জলসায় নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
তব ম্লান ছবি

নীরব কেন কবি?
তব ম্লান ছবি
নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?

যে বীণা তোমার কোলের কাছে

যে বীণা তোমার কোলের কাছে
বুক-ভরা সুর ল'য়ে জাগিয়া আছে
যে বীণা তোমার কোলের কাছে
বুক-ভরা সুর ল'য়ে জাগিয়া আছে

তোমার পরশে ছড়াক হরষে
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে-বাতাসে তা'র সুরের সুরভি

নীরব কেন কবি?
নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?
নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?

তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া
তোমার যে প্রিয়া
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে-
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস-প্রাতে
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে-
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস-প্রাতে

ফিরে যে আসিবে না ভোলো তাহারে
ভোলো তাহারে
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত-চাঁদের বাসনা ভুলাতে
অস্ত-চাঁদের বাসনা ভুলাতে
অস্ত-চাঁদের বাসনা ভুলাতে
অরুণ-অনুরাগে উদিল রবি

নীরব কেন কবি?
নীরব কেন কবি?
ফুলের জলসায়

ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
তব ম্লান ছবি

নীরব কেন কবি?
তব ম্লান ছবি
নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?
ফুলের জলসায় নীরব কেন কবি?



Credits
Writer(s): Kazi Islam
Lyrics powered by www.musixmatch.com

Link