Moneri Aranya

মনেরই অরণ্য আছে সেই বন্য
মনেরই অরণ্য আছে সেই বন্য
সেখানে আর, পাখি, যেয়ো না
আঁধার গহনে জ্বলে সেই দহনে
আঁধার গহনে জ্বলে সেই দহনে
জীবনের আলোটুকু চেয়ো না

মনেরই অরণ্য আছে সেই বন্য
সেখানে আর, পাখি, যেয়ো না

সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই
সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই
বাজে না হৃদয় কোনো সুরেতেই
এ আশার গান তুমি আর গেয়ো না
সেখানে আর, পাখি, যেয়ো না

মনেরই অরণ্য আছে সেই বন্য
সেখানে আর, পাখি, যেয়ো না

এত ঝড় হয়ে গেল, তবু সব রয়ে গেল
অরণ্য কখনো কি ঝঞ্ঝার সাড়া পেলো
এত ঝড় হয়ে গেল, তবু সব রয়ে গেল
অরণ্য কখনো কি ঝঞ্ঝার সাড়া পেলো

সেখানে সুখ নেই, হাসি-আনন্দ নেই
সেখানে সুখ নেই, হাসি-আনন্দ নেই
পড়ে আছে মন মনের অসুখে
দুরাশার সেই পথে আর ধেয়ো না
সেখানে আর, পাখি, যেয়ো না

মনেরই অরণ্য আছে সেই বন্য
মনেরই অরণ্য আছে সেই বন্য
সেখানে আর, পাখি, যেয়ো না
আঁধার গহনে জ্বলে সেই দহনে
আঁধার গহনে জ্বলে সেই দহনে
জীবনের আলোটুকু চেয়ো না

জীবনের আলোটুকু চেয়ো না
জীবনের আলোটুকু চেয়ো না



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link