Saatti Tarar Ei Timir

সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়

সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়

দিয়েছ এনে একটি কলি
ভাবনা জাগে, কি যে বলি?
দিয়েছ এনে একটি কলি
ভাবনা জাগে, কি যে বলি?
বলতে গিয়ে তোমায় দেখে লাগে মনে ভয়
জানি না কি যে হল, কেন এমন হয়?

সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়

বোঝো না কেন এ নীরবতা
এই তো আমার সকল কথা
বোঝো না কেন এ নীরবতা
এই তো আমার সকল কথা

তুমি তো জানো আমার সবই
তোমার মতো নইতো কবি
তুমি তো জানো আমার সবই
তোমার মতো নইতো কবি
তোমার মতো বলা তো আর সহজ কথা নয়
নীরবে নিলাম জেনে তোমার পরিচয়

সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়
আজ আকাশে নেই ভাবনা
চন্দ্রকলায় ছন্দনীড়



Credits
Writer(s): Subir Hazra
Lyrics powered by www.musixmatch.com

Link