Nai Ba Ghumale Priyo

নাইবা ঘুমালে, প্রিয়
রজনী এখনো বাকি
প্রদীপ নিভিয়া যাক
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকি

নাইবা ঘুমালে, প্রিয়
রজনী এখনো বাকি
প্রদীপ নিভিয়া যাক
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকি

এখনো দুয়ার পাশে
হেনার সুরভি আসে
এখনো দুয়ার পাশে
হেনার সুরভি আসে
"পিয়া পিয়া" বলে ডাকে
সাথীহারা, সাথীহারা কোন পাখি
রজনী এখনো বাকি

নাইবা ঘুমালে, প্রিয়
রজনী এখনো বাকি
প্রদীপ নিভিয়া যাক
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকি

আকাশের বুকে চাঁদ
মোর বুকে তব মুখ জাগে
আমি চেয়ে চেয়ে দেখি কারে
সুন্দরতর লাগে
আকাশের বুকে চাঁদ
মোর বুকে তব মুখ জাগে
আমি চেয়ে চেয়ে দেখি কারে
সুন্দরতর লাগে

এ মধুমাধবী রাতে
জেগে রবো দু'জনাতে
এ মধুমাধবী রাতে
জেগে রবো দু'জনাতে
জড়াক দু'টি হৃদয়ে
একটি প্রেমের রাখী
রজনী এখনো বাকি

নাইবা ঘুমালে, প্রিয়
রজনী এখনো বাকি
প্রদীপ নিভিয়া যাক
শুধু জেগে থাক তব আঁখি
রজনী এখনো বাকি



Credits
Writer(s): Subal Dasgupta, Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link