Jadi Bhule Jao More

যদি ভুলে যাও মোরে
যদি ভুলে যাও মোরে, জানাবো না অভিমান
আমি এসেছিনু তোমার সভায় দু'দিন শোনাতে গান
যদি ভুলে যাও মোরে

আমি এসেছিনু অবসর ক্ষণে মুকুল ফোটাতে তব মনবনে
আমি এসেছিনু অবসর ক্ষণে মুকুল ফোটাতে তব মনবনে
তার বিনিময়ে আমি কোনোদিন চাইনি তো প্রতিদান
আমি এসেছিনু তোমার সভায় দু'দিন শোনাতে গান

যদি ভুলে যাও মোরে

প্রভাতে কে আর মনে রাখে বলো রজনী শেষের চাঁদে
শুধু দু'দিনের সাথীরে কে আর মালার বাঁধনে বাঁধে
প্রভাতে কে আর মনে রাখে বলো রজনী শেষের চাঁদে
শুধু দু'দিনের সাথীরে কে আর মালার বাঁধনে বাঁধে

গান সারা হলো, আমি যাই সরে
কোনো ক্ষতি নাই ভুলে যেতে মোরে
গান সারা হলো আমি যাই সরে
কোনো ক্ষতি নাই ভুলে যেতে মোরে
তোমার আকাশে উঠুক জোছনা, মোর দিন অবসান
আমি এসেছিনু তোমার সভায় দু'দিন শোনাতে গান

যদি ভুলে যাও মোরে



Credits
Writer(s): Pranab Roy, Subal Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link