Madhur Milon

মধুর মিলন, মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন, মধুর মিলন

মরমর মৃদু বাণী মরমর মরমে
মরমর মৃদু বাণী মরমর মরমে
কপোলে মিলায় হাসি সুমধুর শরমে
নয়নে স্বপন

মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন

তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে
বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে
বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে

মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
সখীরা নেহারিছে দোঁহার আনন
হেসে আকুল হল, হেসে আকুল হল বকুলকানন
আ মরি মরি

মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link