Mone Roye Gelo-Different Mood

মনে রয়ে গেল মনের কথা
শুধু চোখের জল, প্রাণের ব্যথা
মনে রয়ে গেল মনের কথা
শুধু চোখের জল, প্রাণের ব্যথা

মনে করি দুটি কথা বলে যাই
মনে করি দুটি কথা বলে যাই
কেন মুখের পানে চেয়ে চলে যাই
মনে করি দুটি কথা বলে যাই
কেন মুখের পানে চেয়ে চলে যাই
সে যদি চাহে মরি যে তাহে
কেন মুদে আসে আঁখির পাতা

মনে রয়ে গেল মনের কথা
শুধু চোখের জল, প্রাণের ব্যথা

ম্লানমুখে সখী, সে যে চলে যায়
ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়
ম্লানমুখে সখী, সে যে চলে যায়
ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়
বুঝিল না সে যে কেঁদে গেল
ধুলায় লুটাইল হৃদয়লতা

মনে রয়ে গেল মনের কথা
শুধু চোখের জল, প্রাণের ব্যথা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link