Oei Pakhir Kachhe

ও পাখির কাছে গিয়ে আমি জানি
দূর সমুদ্দুরের কথা ও কাহিনী
কী হারালো কখন, কী ফেরালো কখন
ও পাখি, ও পাখি, রাঙা তুই বেলোয়ারি রঙে

এ মাটি চেনে, তোকে জানে
হারালি বহুদূরে, গভীরে কি সুদূরে
ডানা ভিজিয়ে, ও পাখি
উদাস করে মন

সে গানের কাছে আমার হাতেখড়ি
সে কথা সুরে আপন আমারই
সে গানেরই টানে খেলা চলে মনে, এ প্রাণে
আমার গান রাঙা তুই বেলোয়ারি রঙে

এ মাটি চেনে তোকে জানে
হারালি বহুদূরে, গভীরে কি সুদূরে
গেলি হারিয়ে আমার গান
উদাস করে মন

ব্যস্ত সময়েরই পাড়ে এ জীবন হাল ছাড়ে
ভেতরে বাইরে উচাটন, উদাস করে মন
সেই তোমার কাছে এসে আমার পড়া
আমি এখন একূল ওকূল হারা
তোমার তুলনা খুঁজেও খুঁজি না, জানি না

ও হৃদয়, রাঙা তুই বেলোয়ারি রঙে
এ মাটি চেনে, তোকে জানে
তুই যাস না সরে গভীরে সুদূরে
যাস না হারিয়ে, ওরে শোন
উদাস করে মন
উদাস করে মন
উদাস করে মন



Credits
Writer(s): Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link