Meghe Roddure

এখনও দূরের কোনো সুরে ধরা আছে
সময়ের ছোঁয়া ছোঁয়া কোনো মেঘে রোদ্দুরে
তাই জেনো তুমি, সূর্য উঠতে চায়
কেবলই তোমারই, তোমার ভোরে

তুমি আছো বেলা জুড়ে, তুমি আছো
তুমি আছো মন জুড়ে, তুমি আছো

সোজা পথেরই বুকে কেন যে
শূন্য মনেরই বেদনা জমেছে আজ
সোজা পথেরই বুকে কেন যে
শূন্য মনেরই বেদনা জমেছে আজ
এ কী হলো, দেখি চলো
অন্ধ গলির চোখে অবাক তারারা বলে

তুমি আছো বেলা জুড়ে, তুমি আছো
তুমি আছো মন জুড়ে, তুমি আছো

তোমার আমারও চোখে হারালো
সুখী জীবনের চেনা ঠিকানা
তোমার আমারও চোখে হারালো
সুখী জীবনের চেনা ঠিকানা
তুমি অবাক, আমি অবাক দিশাহারা
তবু কানে কানে বলে যায়

তুমি আছো বেলা জুড়ে, তুমি আছো
তুমি আছো মন জুড়ে, তুমি আছো

এখনও দূরের কোনো সুরে ধরা আছে
সময়ের ছোঁয়া ছোঁয়া কোনো মেঘে রোদ্দুরে
তাই জেনো তুমি, সূর্য উঠতে চায়
কেবলই তোমারই, তোমার ভোরে

তুমি আছো বেলা জুড়ে, তুমি আছো
তুমি আছো মন জুড়ে, তুমি আছো



Credits
Writer(s): Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link