Tumi Bristi Hoye

তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ফোটা দিনে
ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে
তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ফোটা দিনে
ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে

তোমার বারিষ মাখা হাসি আমার কপাল ছুঁয়ে যায়
তোমার পাগল মাতাল ঢেউ আমার ভিজিয়ে দিলো চুল
আমাকে অবাক করে ভেজা মন তুমি ছুঁলে

তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ফোটা দিনে
ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে

আমার দারুণ বাদল প্রাণ তোমার তুফান দোলায় ছোটে
তুমি নাচছো আমায় ঘিরে তোমার আকাশঝরা সুরে
সে সুর তোমার আমার দিগন্ত দিলো খুলে

তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ফোটা দিনে
ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে

কাল দু'-এক ফোঁটায় এসো যখন হারিয়ে গেছি আমি
তোমার আলতো আঙুল চোখে আমার বৃষ্টি ভেজা ঘুমে
তুমি অঝোর হয়ে আবার জাগাও নতুন গানে

তুমি বৃষ্টি হয়ে এলে আজ শিউলি ফোটা দিনে
ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে



Credits
Writer(s): Rupankar, Sudipta Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link