Hathhat Hawai

হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়
কেউ কি বলে আমায়
তেমনই চাইছি তোমায়

ও, হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়
কেউ কি বলে আমায়
তেমনই চাইছি তোমায়

ও, হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়

জানি না কী কখন দিয়েছি দিতে যেই
দিয়েছি দেখি মন কখনও দিতে নেই
জানি না কী কখন দিয়েছি দিতে যেই
দিয়েছি দেখি মন কখনও দিতে নেই

কথায় কথায় কিছুদূর
গানের ভেলায় ভেসে যায়
কেউ কি বলবে আমায়
তোমাকে এমনই চাই

ও, হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়

কী কথা বলে প্রেম কী করে পেতে হয়
মিতাকে ছুঁয়ে যাও, এ আমি আমি নয়
কী কথা বলে প্রেম কী করে পেতে হয়
মিতাকে ছুঁয়ে যাও, এ আমি আমি নয়

তোমার শ্রাবণ-হাওয়া চোখ
আমায় যতই খুঁজে যায়
পাবে না খুঁজে আমায়
রয়েছি চোখের তারায়

ও, হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়
কেউ কি বলে আমায়
তেমনই চাইছি তোমায়

ও, হঠাৎ হাওয়ায় কিছু মেঘ
যেমন আসে চলে যায়



Credits
Writer(s): Saikat Kundu, Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link