Anek Sandhyatara

অনেক সন্ধ্যাতারা সে তো ঐ আকাশে
একটি সন্ধ্যা তিথি, সে যে শুধু দুজনের
মনে মনে অনুভবে গানে গানে শোনাবার। অনেক সন্ধ্যাতারা...
পিঁউ কাহা পাপিয়া যে তোর সুর করে
বলো তারে তুমি আছো হৃদয় ভরে
একি সুরে দোলা দিয়ে দুটি হিয়া তোলে ঝংকার। অনেক সন্ধ্যাতারা...
অনেক লগ্ন শুভ ফাগুনের কুজনে
একটি পরম তিথি সে তো শুধু দুজনের
অনেক লগ্ন শুভ ফাগুনের কুজনে।
ঢেউ লাগে ছুটে আসে স্বপ্নতরী
এসো তারে এজীবনে বরণ করি।
আশা দিয়ে মুছে ফেলি শত বাধাভরা শংকা, অনেক সন্ধ্যাতারা... সে তো ঐ আকাশে
একটি সন্ধ্যা তিথি, সে যে শুধু দুজনের
মনে মনে অনুভবে গানে গানে শোনাবার। অনেক সন্ধ্যাতারা...



Credits
Writer(s): Oliver Green, Gopal Sirha, Jack Colton
Lyrics powered by www.musixmatch.com

Link