Baro Eka Laage

বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে
বড় একা লাগে এই আঁধারে
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে

সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি
সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি
কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে
কে যে বলে দেবে এই আমাকে
কে যে বলে দেবে এই আমাকে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে

এই তো ভালো ভাবি একা ভুলে থাকা
এই তো ভালো ভাবি একা ভুলে থাকা
থাক না পড়ে পিছে এই পিছু ডাকা
চেনা অচেনাতে যাক না মিশে
চেনা অচেনাতে যাক না মিশে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পাড়ে



Credits
Writer(s): Ashima Bhattacharjee, Miltu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link