O Sajan Hay Tomar Maton Sujan

ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?
ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?
তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে
ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?

এই যে আমি সুখেই ছিলাম
সে সুখ আমার আর সইলো না
যাও বা আমার এক মন ছিলো
তাও তোমার দয়ায় আর রইলো না

এই যে আমি সুখেই ছিলাম
সে সুখ আমার আর সইলো না
যাও বা আমার এক মন ছিলো
তাও তোমার দয়ায় আর রইলো না

আমার কাছে যা জীবন-মরণ
পুতুল খেলা তাই তোমার কাছে

ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?

ও স্বজন, তোমায় দেখে যে পথেই দাঁড়ালো
হায়, সে জন জানেই না সে যে পথেই দাঁড়ালো
ও স্বজন, তোমায় দেখে যে পথেই দাঁড়ালো
হায়, সে জন জানেই না সে যে পথেই দাঁড়ালো

তোমায় কে আর মন্দ বলে?
ছি ছি, অমন কথা মুখে আনতে নেই
তোমায় চেয়ে শুধু মরণ বরণ
কারণটুকু তার জানতে নেই

বুকের ব্যথা ঢেকে মুখেই হাসি
কান্না দেখে মুখ ফেরাও পাছে

ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?
তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে
ও স্বজন, হায়, তোমার মতো সুজন ক'জন আছে?



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link