Bhulechhi Tomare

ভুলেছি তোমারে অনেক বেদনা সহি

আজ কেন মোরে ডাকো নাম ধরে
আজ কেন মোরে ডাকো নাম ধরে
অকারণে রহি রহি

ভুলেছি তোমারে অনেক বেদনা সহি

সোনার সে দিন ফেলিয়া এসেছি পিছে
আজ কেন তারে মনে রাখো প্রিয় মিছে
সোনার সে দিন ফেলিয়া এসেছি পিছে
আজ কেন তারে মনে রাখো প্রিয় মিছে

ভুলে যাওয়া যত কথা মিছে কেন যাও কহি
ভুলে যাওয়া যত কথা মিছে কেন যাও কহি
অকারণে রহি রহি

ভুলেছি তোমারে অনেক বেদনা সহি

হারানো দিনের সেই প্রিয় মধুগান
কন্ঠবীণায় হয়ে আছে আজও ম্লান
হারানো দিনের সেই প্রিয় মধুগান
কন্ঠবীণায় হয়ে আছে আজও ম্লান
তোমারে ঘিরিয়া যত স্মৃতিছবি
মনে হয় আজও রাতের স্বপন সবই

তুমি যারে মন দিয়েছিলে, প্রিয়
সে তো আমি নহি নহি
অকারণে রহি রহি

ভুলেছি তোমারে অনেক বেদনা সহি



Credits
Writer(s): Anil Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link