Jodi Bhool Bhenge Jay

যদি ভুল ভেঙ্গে যায় কোন দিন
যদি মনে হয় এ শুধু খেলা
তবে দুদিনের এই খেলাঘর
তুমি ভেঙ্গে দিও বিদায় বেলা
যদি ভুল ভেঙ্গে যায় কোন দিন

তোমার আমার এ হৃদয়
কাছে থেকে কাছে নাহি রয়
তোমার আমার এ হৃদয়
কাছে থেকে কাছে নাহি রয়
তবে যেন শেষ হয়ে যায়
মিশে হাসি গান ফুলের মেলায়
যদি ভুল ভেঙ্গে যায় কোন দিন

যদি এই ভালোলাগা
মনে হয় ক্ষনিকের ভুল
জেন সে ভুলের কাটাবনে
ফুটেছিল প্রেমের মুকুল
যদি এই ভালোলাগা
মনে হয় ক্ষনিকের ভুল
জেন সে ভুলের কাটাবনে
ফুটেছিল প্রেমের মুকুল
তুমি যবে চাহিবে বিদায়
আমি পথ চেয়ে রবোনা আশায়
তুমি যবে চাহিবে বিদায়
আমি পথ চেয়ে রবোনা আশায়
জানি প্রেমে যদি আসে অবসাধ
জানি প্রেমে যদি আসে অবসাধ
রহে শুধু অবহেলা

যদি মনে হয় এ শুধু খেলা
তবে দুদিনের এই খেলাঘর
তুমি ভেঙ্গে দিও বিদায় বেলা
যদি ভুল ভেঙ্গে যায় কোন দিন



Credits
Writer(s): Pranab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link