Aar Bilamba Noy (From "Hirak Rajar Deshe")

না, না, না, না
আর বিলম্ব নয়
আর বিলম্ব নয়
আর বিলম্ব না, না
আর বিলম্ব নয়

এখনো মোদের শরীরে রক্ত
রয়েছে গরম, মেটেনি শখ তো
আছে যত হাড়, সবই তো শক্ত
এখনো ধকল সয়
এখনো মোদের শরীরে রক্ত
রয়েছে গরম, মেটেনি শখ তো
আছে যত হাড়, সবই তো শক্ত
এখনো ধকল সয়

এখনো আছে সময়
এখনো আছে সময়
আর বিলম্ব নয়
আর বিলম্ব না, না
আর বিলম্ব নয়

দুনিয়ায় কত আছে দেখবার
কত কী জানার, কত কী শেখার
সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই
দুনিয়ায় কত আছে দেখবার
কত কী জানার, কত কী শেখার
ঘরে কেন বসে রয়েছি বেকার
ঘরে কেন বসে রয়েছি বেকার
আর কি সহ্য হয়
আর কি সহ্য হয়
অসহ্য!

এখনো আছে সময়
এখনো আছে সময়
আর বিলম্ব না, না
আর বিলম্ব না, না
আর বিলম্ব নয়

চলো হে, কোথাও ঘুরে আসি গিয়ে
চলো, যাই, ঘুরি
চলো, যাই, ঘুরে আসি প্রাণ ভরে
বনেতে, পাহাড়ে, মরুপ্রান্তরে
বনেতে, পাহাড়ে, মরুপ্রান্তরে



Credits
Writer(s): Satyajit Ray
Lyrics powered by www.musixmatch.com

Link