Paye Pari Baghmama (From "Hirak Rajar Deshe")

পায়ে পড়ি, বাঘ মামা
করো নাকো রাগ, মামা
তুমি যে এ ঘরে, কে তা জানতো?
তুমি যে এ ঘরে, কে তা জানতো?
তুমি এ ঘরে, এ ঘরে
এ ঘরে তুমি যে
তুমি যে এ ঘরে, কে তা জানতো?
তুমি যে এ ঘরে, কে তা জানতো?

এ যে বিনা মেঘে পড়ে বাজ
এ যে বিনা মেঘে পড়ে বাজ
বিনা মেঘে পড়ে বাজ
বিনা মেঘে পড়ে বাজ
কেঁচে বুঝি গেল কাজ
গেল কাজ কেঁচে
কেঁচে গেল কাজ
কেঁচে, কেঁচে

এ যে বিনা মেঘে পড়ে বাজ
কেঁচে বুঝি গেল কাজ
দয়া করে থাকো হয়ে শান্ত, মামা
কে বা জানতো?

তুমি যে এ ঘরে, কে তা জানতো?
তুমি যে এ ঘরে, কে তা জানতো?

যদি ঘাড়ে এসে, বাবা
যদি ঘাড়ে এসে পড়ে, পড়ে
যদি ঘাড়ে এসে পড়ে থাবা
ঘাড়ে এসে পড়ে থাবা, বাবা
থাবা, বাবা, বাবা রে, বাবা রে
যদি ঘাড়ে এসে পড়ে থাবা
কী হবে তা জানি, বাবা

হারা যাবে তাজা দু'টি প্রাণ তো, হায় হায়
দু'টি তাজা প্রাণ, আহা
দু'টি তাজা প্রাণ যাবে হারা
আহা রে, হারা
জানি হারা যাবে তাজা দু'টি প্রাণ তো

তুমি যে এ ঘরে, কে তা জানতো?
তুমি যে এ ঘরে, কে তা জানতো?

বাঘাদা, বাঘাদা, বলি হীরা নিলে কত শুনি?
বাঘাদা, হীরা নিলে কত শুনি?
(সময় কি আছে যে গুনি?)
তবু, কত শুনি?
(নিয়েছি যথেষ্ট)

তবে আর নিয়ে কাম নাই
আর নিয়ে কাম নাই
এবারে চলো পালাই
এবারে চলো পালাই
বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট
বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট
যথেষ্ট, যথেষ্ট



Credits
Writer(s): Satyajit Ray
Lyrics powered by www.musixmatch.com

Link