Kato Dure Aar Niye Jabe (Original)

কত দূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত
ঠিকানা হারানো চরণের গতি
হয় নি কি তবু ক্লান্ত?
কত দূরে আর নিয়ে যাবে বলো

পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বলো তবে ওগো কবে হবে অভিসার
পিছনের পথে উঠেছে ধূলির ঝড়
সমুখে অন্ধকার
বলো তবে ওগো কবে হবে অভিসার
তৃষিত আশারে কোরো না, কোরো না
কোরো না গো তুমি ভ্রান্ত
কত দূরে আর নিয়ে যাবে বলো

তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে
তবুও তো যেতে হবে

প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
করে গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন
প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
করে গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত

কত দূরে আর নিয়ে যাবে বলো



Credits
Writer(s): Manna Dey, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link