Ami Aaj Akasher Mato Ekela (Original)

আমি আজ আকাশের মতো একেলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা, একেলা

সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে

বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়

কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা

দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন
দু'টি গান, দু'টি প্রাণ, দু'টি মন
এই নিয়ে দু'জনার এ ভুবন

এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা

চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়

কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা



Credits
Writer(s): Shyamal Gupta, Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link