Ghana Meghe Dhaka

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?
বাদল নিঝরে শুধু মনে পড়ে
সে দু'টি কাজল ঝরিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?

এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে
"এসো বঁধু" বলে ডাকে বারেবারে
এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে
"এসো বঁধু" বলে' ডাকে বারেবারে
বিরহের লাগি আছো কী গো জাগি
কাটে কি কাঁদিয়া যামিনী?

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?

ক্রুদ্ধ আকাশ রুদ্ধ দুয়ার
তুমি কি গো তারি সেই মুখভার
ক্রুদ্ধ আকাশ রুদ্ধ দুয়ার
তুমি কি গো তারি সেই মুখভার
সহসা বিজলি উঠিছে উজলি
তুমি কি গো সেই দামিনী?

কাটে যবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত
কাটে যবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত
তেমনি হাসিয়া হৃদি বিলাসিয়া
আসিও মধুরহাসিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?
বাদল নিঝরে শুধু মনে পড়ে
সে দু'টি কাজল ঝরিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link