Ma Tor Shital Kole Tule Ne Amay

মা, তোর শীতল কোলে তুলে নে আমায়
মা, তোর শীতল কোলে তুলে নে আমায়
তোর মেঘে-ঢাকা পাখি-ডাকা শ্যামল শাখায়
মা, তোর শীতল কোলে তুলে নে আমায়

হেথা তোর বিজন বনে হাসে ফুল আপন মনে
কেউ তারে দেয় না ব্যথা বিচ্ছেদব্যথায়
হেথা নাই খাঁচার বাধা, নাই পরের বচন সাধা
হেথা গান গাহে পাখি সুখের হেলায়

মা, তোর শীতল কোলে তুলে নে আমায়

পাষাণের বক্ষ-ঝরা সরসী স্নেহভরা
কূলেতে ফুলের বিথান বিটপী ছায়ায়
হেথা তোর বনের গাওয়া রঙিন ওই পাখির নাওয়া
হেথা তোর মৃদুল হাওয়া মোর সকল ভুলায়

মা, তোর শীতল কোলে তুলে নে আমায়

সুন্দরের কুঞ্জবনে নীরব বেণুগুঞ্জনে
কে যেন ডাকে আমায়, "আয়, আয়, আয়"
তারি সনে থাকব হেথা, ঘুচাব মোর সকল ব্যথা
চুপি চুপি কতই কথা কব দু'জনায়

মা, তোর শীতল কোলে তুলে নে আমায়



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link