Ebare Jaoai Bhalo

এবারে যাওয়াই ভালো
তুমি থাকো, আমি যাই
এখনও তো আছে কিছু আলো
আমি যাই
এবারে যাওয়াই ভালো

যেতে দাও তুমি, আর ওগো দেরী নয়
ওপারের খেয়া ছেড়ে যাবে, সেই ভয়
কেন পিছু ডাকা চোখে মমতার দীপ জ্বালো?
তুমি থাকো, আমি যাই

যেদিন পাবো গো তোমায় ক্ষমায়
আমার প্রেমের দাম
তখন তো আমি তোমার জীবনে
মুছে যাওয়া এক নাম
ফুটেই তো ওগো চিরদিনই ঝরে ফুল
ভুল বুঝে তুমি করো কেন তবে ভুল
বেলা শেষে নামে সাঁঝেরই সে ছায়া কালো

তুমি থাকো, আমি যাই
এবারে যাওয়াই ভালো
তুমি থাকো, আমি যাই
এখনও তো আছে কিছু আলো
আমি যাই
এবারে যাওয়াই ভালো



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link