Dha Dhina Na Tina - Original

ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা
ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)

আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়
আজকে যেটা দোটানাতে কালকে সে নিশ্চয়
জীবন মানে ওঠা-পড়া, জীবন ভাঙা-গড়া
ভাঙতে-গড়তে, উঠতে-পড়তে সময় চলে যায়
মন্দ-ভালো, সাদা-কালোয় জীবন বয়ে যায়

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)

মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে
বুকের ভেতর খরা কখন, কখন বৃষ্টি ঝরে
মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে
বুকের ভেতর খরা কখন, কখন বৃষ্টি ঝরে

আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়
মন্দ-ভালো, সাদা-কালোয় জীবন বয়ে যায়

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)

যেটা আমার ভালো, সেটা মন্দ তোমার কাছে
শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে
যেটা আমার ভালো, সেটা মন্দ তোমার কাছে
শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে
সীতার জন্য পাতাল আছে রামের বনবাস
সীতার জন্য পাতাল আছে রামের বনবাস
খড়ম মাথায় নিয়ে ভরত রাজ্য পাবে না আজ

এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়
কথায় কথায় শত-বরষ অমনি চলে যায়
দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়
কথায় কথায় শত-বরষ অমনি চলে যায়
কেউবা খেলো প্রচুর খেলো, কেউ পেল না মোটেই
ভাবছি নতুন শতাব্দীটার কপালে কি জোটে

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

ধা ধিনা না তিনা, ধা ধিনা না তিনা
ভোরের দরজা হাট
না তিনা ধা ধিনা
শুনছি নতুন শতাব্দীটার ডাক

(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)
(ধা ধিনা না তিনা, না তিনা ধা ধিনা)



Credits
Writer(s): Lopamudra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link