Surjodayer Deshe - Original

সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে
সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে

ঊষার গান আর ভোরের স্নান
ঊষার গান আর ভোরের স্নান
যে বাতাসে উচ্ছ্বাসে চলে ভেসে নিরুদ্দেশে

সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে

যেখানে ঘুম ভাঙানি রাগে শুরু ব্যস্ত সকাল
যেখানে সেতারে শরদে সুর বাহারে বাঁধা দিনলিপি তাল
যেখানে ঘুম ভাঙানি রাগে শুরু ব্যস্ত সকাল
যেখানে সেতারে শরদে সুর বাহারে বাঁধা দিনলিপি তাল

হাতে হাত যাই চলো রাঙিয়ে হৃদয়
হাতে হাত যাই চলো রাঙিয়ে হৃদয়
সেই দেশে

যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়
যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়

যেখানে মানুষ কথা বলে কাজের ভাষায়, ভালোবাসার আশায়
যেখানে হৃদয় নীপশাখায় গান জাগায় প্রথম আলোর আকুলতায়
যেখানে মানুষ কথা বলে কাজের ভাষায়, ভালোবাসার আশায়
যেখানে হৃদয় নীপশাখায় গান জাগায় প্রথম আলোর আকুলতায়

ফাগুনের চেয়ে জোরে আগুন ছোটে
ফাগুনের চেয়ে জোরে আগুন ছোটে
রক্তিম প্রত্যয়ী আশ্বাসে

যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়
যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়

সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে
সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে

ঊষার গান আর ভোরের স্নান
ঊষার গান আর ভোরের স্নান
যে বাতাসে উচ্ছ্বাসে চলে ভেসে নিরুদ্দেশে

সূর্যোদয়ের দেশে চলো যাই
সূর্যোদয়ের দেশে

যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়
যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়
যেখানে সূর্যোদয়, যেখানে সমন্বয়
যেখানে সূর্যোদয়...



Credits
Writer(s): Swagatalakshmi Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link