Era Parkey Apan Karey - Original

এরা পরকে আপন করে
আপনারে পর
এরা পরকে আপন করে
আপনারে পর
বাহিরে বাঁশির রবে
ছেড়ে যায় ঘর
এরা পরকে আপন করে
আপনারে পর

ভালোবাসে সুখে দুখে
ব্যথা সহে হাসিমুখে
ভালোবাসে সুখে দুখে
ব্যথা সহে হাসিমুখে
মরণেরে করে চিরজীবননির্ভর

এরা পরকে আপন করে
আপনারে পর
বাহিরে বাঁশির রবে
ছেড়ে যায় ঘর
এরা পরকে আপন করে
আপনারে পর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link