Amar Shes Raginir Pratham Dhuyo - Original

আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে, কে তুই?
আমার শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে
শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে, কে তুই?
আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে, কে তুই?

দূরে পশ্চিমে ওই দিনের পারে অস্তরবির পথের ধারে
রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে
রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে, কে তুই?

আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে, কে তুই?

সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই ওই যে
সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই ওই যে
সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ওই ওই যে
সন্ধ্যা-হাওয়ায় শেষ বেদনা বইল কি ওই ওই যে
তোর হঠাৎ খসা প্রাণের মালা ভরল আমার শূন্য ডালা
মরণপথের সাথি আমায় করলি রে
মরণপথের সাথি আমায় করলি রে, কে তুই?

আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো ধরলি রে, কে তুই?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link