Andhakar Sarani Dhore - Original

অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথচলা
অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথচলা
আসবে জেনো সেই সকাল
জীবনেরই গল্প বলা

অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথচলা

বারবার পরাজয়
না, শেষ কথা তো নয়
উঠবে সূর্য, আসবে দিন
ধীর লয়ে পায়ে পায়
স্বপ্নহীন দু'চোখ বুঝি
তাই হলো আজ উতলা
আসবে জেনো সেই সকাল
জীবনেরই গল্প বলা

অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথ চলা

রাতজাগা কোনো পাখি
বারতা শোনাতে চায়
সূর্যের দিনলিপি
লেখে আঁধার আকাশ গায়
অন্তহীন প্রতীক্ষা বুকে
সুদূরের চন্দ্রকলা
আসবে জেনো সেই সকাল
জীবনেরই গল্প বলা

অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথ চলা
অন্ধকার সরণী ধরে
শেষ হবে এ পথ চলা



Credits
Writer(s): Nachiketa
Lyrics powered by www.musixmatch.com

Link