Jhagrar Gaan

মাঝে মাঝে কিছু ঝগড়াই হোক
হোকনা খানিক বাকবিতণ্ডা
বিরুদ্ধমত ঝাঁজিয়ে উঠুক
মুলতুবী থাক মিঠাই মণ্ডা।

জোর হোক শুধু গলার আওয়াজ
গায়ের জোরটা তোলাই থাকগে
ডাণ্ডার চেয়ে ঠাণ্ডাই ভাল
ষণ্ডামি যত চুলোয় যাকগে।

টেবিল চাপড়ে আওয়াজ উঠুক
উল্টে যাক না চায়ের কাপটা
গরম গরম বেয়াড়া বাক্য
মারুক না হয় বেদম ঝাপটা।

যথারীতি কিছু বাসি প্রসঙ্গ
উঠুক না হয় নতুন করে
ভূল প্রমাণিত তত্ত্ব না হয়
প্রমাণিত হবে গলার জোরে।

জোর হোক শুধু গলার আওয়াজ
গায়ের জোরটা তোলাই থাকুক
তাছাড়া বন্ধু ঝগড়ার পরে
বন্ধুর হাতে হাতটা রাখুক।



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link