Sanjib Purohit Hantlen

এটা হলো সঞ্জীব পুরোহিতের হাঁটার গান
ঘটনাটি বেরিয়েছিলো কলকাতার এক সংবাদপত্রে, ১৯৯১ সালে
সে বছর ওড়িশা রাজ্যের বনবিভাগের একটি চাকরির জন্য
পরীক্ষায় বসেছিলেন ছেলেমেয়েরা
পরীক্ষায় যারা পাশ করলেন
তাদেরকে ডাকা হলো মৌখিক পরীক্ষায়
যাকে বলা হয় viva voce
Viva-য় যারা পাশ করলেন
এবার তাদের বলা তাগদের পরীক্ষা দিতে

ওড়িশা রাজ্যের সম্বলপুর এলাকায়
জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরে
Viva-য় পাশ করা ছেলেমেয়েদের বলা হলো
২৫ কিলোমিটার অবিরাম হেঁটে যেতে হবে
ভরদুপুরে

ছেলেমেয়েরা হাঁটা শুরু করলেন
বেশিরভাগই একটু
দূরে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেলেন
একজন পড়লেন না
তার নাম সঞ্জীব পুরোহিত

সঞ্জীব পুরোহিত ২৫ কিলোমিটার অতিক্রম করলেন
যেখানে ২৫ কিলোমিটার শেষ হলো
সেইখানে তিনি পড়ে যান
এবং মারা যান
সঞ্জীব পুরোহিতের হাঁটার গান

সঞ্জীব পুরোহিত হাঁটলেন চাকরি পাবেন এই ভরসায়
সঞ্জীব পুরোহিত হাঁটলেন চাকরি পাবেন এই ভরসায়
মাথায় চাবুক মারে রোদ্দুর
মধ্য দিনের গান বন্ধ করেছে পাখি, সূর্য আকাশটাকে ঝলসায়

সঞ্জীব পুরোহিত হাঁটলেন, হাঁটার পরীক্ষাই অন্তিম
চাকরির এই হলো শর্ত
মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, সূর্যের চোখ আরো রক্তিম
সঞ্জীব পুরোহিত হাঁটলেন, viva voce-র পর হন্টন
২৫ কিলোমিটার শর্ত, ২৫ কিলোমিটার হন্টন
মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, তাদেরও শরীর করে টনটন

অগ্নিপরীক্ষার অন্তে চাকরির ছিমছাম চুক্তি
অগ্নিপরীক্ষার অন্তে চাকরির ছিমছাম চুক্তি

সঞ্জীব পুরোহিত হাঁটলেন
মধ্য দিনে গান বন্ধ করেছে পাখি, ভাবছে কোন দেশি যুক্তি

বাহাদুর সঞ্জীব পুরোহিত, তাগদের পরীক্ষা ফুরোলো
বাহাদুর সঞ্জীব পুরোহিত, তাগদের পরীক্ষা ফুরোলো
চাকরির নটে গাছ মুড়োলো
মধ্য দিনে গান থামিয়ে ভাবছে পাখি তবে কি বাছার প্রাণ জুড়োলো

সঞ্জীব আর হাঁটবেন না কোনোদিনই আর কোনো সড়কে
সঞ্জীব আর হাঁটবেন না কোনোদিনই আর কোনো সড়কে
দরকার নেই আর চাকরি
সারাদিন ধরে পাখি গুমরে গুমরে গায় অপমৃত্যুর গান মড়কে

সঞ্জীব পুরোহিত হাঁটলেন
চাকরি পাবেন এই ভরসায়



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link