Gachher Talay

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাক এর ঘন্ট রাঁধা
এমন কি সে গাছের দলে দড়ির পিঁড়ির দোলনা বাঁধা

গাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স কয়েক খানা
পথের গেরস্থালির ওপর গাছ হয়েছে সামিয়ানা গাক

গাছ তলাতেও সকাল আসে, আসে দুপুর বিকেল সন্ধ্যে
একটা নেড়ি কুকুর আসে নিয়ম করে ভাতের গন্ধে

গাছ তলাতে মানুষ থাকে গাছের ডালে কাক এর বাসা
আমায় নিয়ে সবাই বাঁচুক এটাই হলো গাছের আশা

গাছ তলাতেই থেবড়ে বসা মেয়ের কোলে ছোট্ট ছেলে
মার ময়লা অঞ্চল মুঠোয় ধরে ধরে গাছ দেখে সে দু চোখ মেলে

গাছ তলাতেও সবই চলেগান লেখা আর প্রেম ঝগড়া ঝাঁটি
রাতের সোহাগ ভোরের লজ্জা দুপুর বেলার চড় চাপাটি

গাছ তলার ই মানুষ ভাবে গাছের গায়ে হেলান দিয়ে
বর্ষা এলে যাব কোথায় গুঁজবো মাথা কোথায় গিয়ে

গাছের তলায় হোক তবুও ছোট্ট একটা গণদেবতা
এ গান ও গান সে গান শোনায় আপন মনে দিব্যি দেদার

কে জানে কে বলতে পারে এই গান তাও প্রচার হলে
গাছ তলারি সেই মেয়েটা শুনবে এ গান ছেলে কোলে

আমার দৌড় ওই তটুকুনি গান লেখা আর সুর বলানো
আমার নিবাস পাকা বাড়ী আমার পেশা মন ভুলানো

আমার পেশা মন ভুলানো



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link