Keu Bale Buro Bham

কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি
কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি

ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্চন
ঘরে গুঞ্জন বরাদ্দ ভ্রুকুঞ্চন
দেখলেই মুছে যায় ছেলের হাসি, হাসি
অপরাধ একটাই জেনে রাখ সব্বাই
আমার বয়স হলো ৮০

কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি
কেউ বলে এইবার ব্যাটা মরলেই বাঁচি

বাসে ট্রামে উঠা দায়, বসলে লেডিস সিটে
মা'মনিরা মনে মনে বিরক্ত হয়
কেউ বা দেয় আওয়াজ, বুড়োটা ধান্দাবাজ
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়
বাসে ট্রামে উঠা দায়, বসলে লেডিস সিটে
মা'মনিরা মনে মনে বিরক্ত হয়
কেউ বা দেয় আওয়াজ, বুড়োটা ধান্দাবাজ
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়

বৃথা হয় প্রতিবাদ, বয়স টা বাধে সাধ
ছানি পড়া দু'টি চোখ পলক নামায়
সভ্য এ পৃথিবীর অসভ্য দংশনে
ছিড়ে ফেলে আমাদের এবং আমায়
পরিণতি একই জেনে, তবু তারই অবকাশে
ঘুটে যায় পুড়ে তবু গোবর হাসে

যৌবন যার নাম
যৌবন যার নাম, কাল সে তো বুড়ো ভাম
আজকের ফুলমালা কালকেই বাসি, বাসি
পরিণতি একটাই জেনে রাখ সব্বাই
সবার বয়স হবে ৮০



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link