Shunbo Na Gaan Shunbona

শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না

হেই গান গেয়ে, গান শুনে ভরে নাতো পেট
খালিপেটে হাঁটাচলা করে মাথা হেঁট
গান গেয়ে, গান শুনে ভরে নাতো পেট
খালিপেটে হাঁটাচলা করে মাথা হেঁট

গান যদি খাওয়া যেত তবে বড়ো ভালো হতো
Ration-এর line-এতে ভিড় যেত কমে
দোকান-বাজার উঠে যেত প্রত্থমে
তা যখন হয় না কিছু বদলায় না
কেন শুনব, কেন শুনব?
কেন শুনব একঘেয়ে ঘ্যানঘ্যান?

শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না

একঘেয়ে ঘ্যানঘ্যান বিরহ-প্রেমের গান
আমি-তুমি, তুমি-আমি, তুমি-আমি, আমি-তুমি
Permutation আর combination
অথবা, 'শোষকদের কালো হাত ভেঙে দাও
ভেঙে দাও, ভেঙে দাও' এই বলে চিৎকার
এটা হতো গান
শোষকের কটা হাত, কটা মাথা, কটা দাঁত
এর কোনো উত্তর দেয় না যে গান

উত্তর একটাই, নিজে খুঁজে নাও
নিজে যদি খুঁজব নিজেদেরই বুঝব
প্রয়োজন নেই গান, শুনব না
গান শুনব না, শুনব না, শুনব না

গান শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না

চারিদিকে আতঙ্ক bomb bomb বম্বে
ভয়ে আধখানা হয় দিল্লীকা বিল্লি
লাগে না, লাগে না, লাগে না কোনো কম্মে
পশুদের সাথে মানুষের সহবাস
পশুদের সাথে মানুষের সহবাস
প্রশাসন তবু দিয়ে যায় আশ্বাস
Tension দিয়ে দিয়ে ছোটো মেয়েটার বিয়ে
Master game আর master plus

ধর্ম নেমেছে পথে, রাজনীতি কী ভীষণ
মানুষ মুখোশে মোড়া, সবাইতো বিভীষণ
একটাই সান্ত্বনা- বসে বসে দিন গোনা
না, না, না, গুনব না
দিন গুনব না, গুনব না, গুনব না দিন

গুনব না দিন, দিন গুনব না
গুনব না দিন, দিন গুনব না

হেই, হেই তুমি চুপ করে বসে ভাবো কার কথা?
প্রেম?
আরে মোটা moneybag দেখে তোমাকে side-এ রেখে
দৌড়োবে সোজা, সোজা দৌড়োবে প্রেম
ইট-কাঠ-পাথরেতে ঢাকা এই শহরেতে হৃদয়ের কারবার?
লোকসান বার বার
বেকার যুবকদের সান্ত্বনা একটাই
চাকরির বদলেতে আছে প্রেম

রুজির ঠিকানাহীন আঁকাবাঁকা পথ ধরে
আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে
তারপর একদিন পথচলা সারা হলে
ঝুলি হাতড়িয়ে দেখা নেই প্রেম
অনেক অনেক দাম, 'জীবন' যে তার নাম
তারই পথের বাঁকে হারিয়েছে প্রেম

প্রেম তাই খাঁটি সোনা, এ কথা অনেক শোনা
প্রেম তাই খাঁটি সোনা, এ কথা অনেক শোনা
বসে, বসে, শুধু বসে মিথ্যার জাল বোনা
না, না, না, বুনব না
জাল বুনব না, বুনব না, বুনব না জাল

বুনব না জাল, জাল বুনব না
বুনব না জাল, জাল বুনব না

শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না
শুনব না গান, গান শুনব না



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link