Kolkata

তিনশো বছর বুকে নিয়ে
তিনশো বছর বুকে নিয়ে
পথ চলে ম্লান মুখে
ও কলকাতা, ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা

চার্নকের তুমি মানসী গো
জীবনানন্দের প্রিয়া
কল্লোলিনী, তিলোত্তমা
তুমি সকলের হিয়া
তবুও যৌবন ধুঁকে ধুঁকে মরে
তোমার জীর্ণ বুকে
ও কলকাতা, ও কলকাতা
ও কলকাতা

স্বপ্ন মাখা শহর যেন
ডাকে হাতছানি দিয়ে
ভিক্টোরিয়া, শহীদ মিনার
Planetarium নিয়ে
তবুও ফুটপাথে মেলা ভিখারির
দেখেও দেখে না লোকে
ও কলকাতা, ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা

কত গুণীজন বিদগ্ধ প্রাণ
তোমার ছবি আঁকে
সত্যজিৎ রায়, মৃণাল সেন
আরও কত ভুলবে কাকে
তবুও ঋত্বিক, সুকান্ত মরে
জানতে পারে না লোকে
ও কলকাতা, ও কলকাতা
ও কলকাতা

কত না উন্মাদনা ক্রিকেট
আর ফুটবল খেলায়
হৃদ আর ভাস্কর্য, ফিদা হুসেনের চিত্রকলায়
তবুও খেলার মাঠে অকারণে
মরে কত লোকে
ও কলকাতা, ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা
ও কলকাতা

ও কলকাতা
ও কলকাতা



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link