Sajani Lo - Narration

সজনী লো
সে রয়েছে আমার মানস সুরধুনীর ওপারে
উপবনের কিনারে
এই আঁধার রাতে মেঘ গর্জন করছে
ঝিল্লির ঝনকে অবিশ্রাম শব্দ
আর আঁধার রাতে একাকিনী বিরহিণীর অভিসার
আর তার অভিসার সুদূর কোন নদীর ধারে
গহন কোন বনের ধারে
এই ঝড়ের রাতে গভীর কোন অন্ধকারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link