Shudhu Baikunther Taare - Narration

শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান
পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান
অভিসার, প্রেমলীলা, বিরহ-মিলন
বৃন্দাবন-গাথা, এই প্রণয়-স্বপন

শ্রাবণের শর্বরীতে কালিন্দীর কূলে
চারি চক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে
শরমে সম্ভ্রমে, এ কি শুধু দেবতার
এ সংগীত-ধারা নহে মিটাবার
দীন মর্ত্তবাসী এই নরনারীদের
প্রতি রজনীর আর প্রতি দিবসের
তপ্ত প্রেম-তৃষা?

সত্য করে কহ মোরে, হে বৈষ্ণব কবি
কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি
কোথা তুমি শিখেছিলে এই প্রেমগান
বিরহ-তাপিত, হেরি কাহার নয়ান
রাধিকার অশ্রু-আঁখি পড়েছিল মনে?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link