Asaha Biraher Paar - Narration

অসহ বিরহের পর অবশেষে একদিন মধুর বসন্তে নবীন মিলন
সখীকে ডাকিয়া গৃহকোণে নিভৃতে বসিয়া
নানা ছলে আপনার সুখস্মৃতি লইয়া আলোচনা
নব বৃন্দাবন, নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল
নবীন বসন্ত নবীন মলয় আনিল, মাতল নব অলিকূল
মিলন হবে বলে আলোয় আলোয় আকাশ ভরে উঠল, ধরা হল ফুল্লশ্যামল
চির স্বয়ম্বরা বধূর বেশে অভিসারী কার সাধ হল পূর্ণ



Credits
Writer(s): Soumitra Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link