Mon Kono Khelaghar

মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
আশা দিয়ে কেন সাজায়?
কেন বলো ভেঙে দিয়ে যায়?

মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
আশা দিয়ে কেন সাজায়?
কেন বলো ভেঙে দিয়ে যায়?
মন কোনো খেলাঘর নয়

আলো মনে হয়, তবু আলো নয়
ভাবি যাকে পথ, সে তো পথ নয়
আলো মনে হয়, তবু আলো নয়
ভাবি যাকে পথ, সে তো পথ নয়

আঁধারের বুকে শুকতারা নয়
বাতায়নে চাওয়া চোখ নয়
আমার এ মন রেখে যাবো
কারো মনের ভিজে পাতায়

মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
মন কোনো খেলাঘর নয়

চলে যাওয়া এই চলে যাওয়া নয়
ফিরে আসা এই ফিরে আসা নয়
চলে যাওয়া এই চলে যাওয়া নয়
ফিরে আসা এই ফিরে আসা নয়

শেষরাতে নিভে যাওয়া দীপ নয়
আগুনের মতো জ্বলে ছাই হয়
ভালোবাসা ভুলে যাবে
বুঝি তুমি খেলায় খেলায়

মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
আশা দিয়ে কেন সাজায়?
কেন বলো ভেঙে দিয়ে যায়?

মন কোনো খেলাঘর নয়
লোকে কেন বলো ভুলে যায়?
মন কোনো খেলাঘর নয়



Credits
Writer(s): Mukul Dutta, Vidyut Goswami
Lyrics powered by www.musixmatch.com

Link