Ekhane Noy

এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই
কাছে সবার আছি আমি, তবুও কাছেতে নেই
কত বাঁধন আছে আমার, তবুও বাঁধন নেই
এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই

মনের ওপরে কত রঙ দিয়ে মন ছবি এঁকে যায়
ঝিলমিল কত আলো-ছায়া দেখে হারিয়ে হারিয়ে যায়
মনের ওপরে কত রঙ দিয়ে মন ছবি এঁকে যায়
ঝিলমিল কত আলো-ছায়া দেখে হারিয়ে হারিয়ে যায়
জলের বুকেতে আগুন দিয়ে যে নাম লিখে দিতে চাই

এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই
এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই

যেখানে আমার চলা শেষ হবে, আসবে নতুন কেউ
নতুন পথের বাঁকেতে দাঁড়াবে আবার নতুন কেউ
যেখানে আমার চলা শেষ হবে, আসবে নতুন কেউ
নতুন পথের বাঁকেতে দাঁড়াবে আবার নতুন কেউ
তবু মনে রেখো, ভুলো না কখনো যদি আমি চলে যাই

এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই
এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই
কাছে সবার আছি আমি, তবুও কাছেতে নেই
কত বাঁধন আছে আমার, তবুও বাঁধন নেই
এখানে নয়, ওখানে নয়, কোথাও ঠিকানা নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই

ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই
ভালোবাসা শুরু হলে শেষ কোনো তার নেই



Credits
Writer(s): Mukul Dutta, Vidyut Goswami
Lyrics powered by www.musixmatch.com

Link