Diyo Na Amay

দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
কাগজের ফুল দেখে ফুল বলে ভুল করো
সে তো তার নয় পরিচয়

দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়

যাকে রঙ ভেবে ভুল করে লোকে
সে তো ব্যথা দিয়ে দেয়ালা
বোঝালেও বোঝে না কোনোদিন কারো মন
ভালোবাসা নয় অনুরাগ
সব দিয়ে শেষে আজ বোঝা গেল
তুমি আর আমি কিছু নয়

দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়

স্বপ্নের বাসা নেই, মন তবু দেখবেই
ভোর হলে সে তো ভেঙ্গে যায়
মালা বদলের দিন দেখা চোখ একদিন
আঁধারের দিকে চেয়ে রয়
এত ভালোবাসা নিয়ে কেন এলে বলো না ভুল ঠিকানায়

দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
কাগজের ফুল দেখে ফুল বলে ভুল করো
সে তো তার নয় পরিচয়

দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়
দিও না আমায় যা আমার নয়
আমি আর সে আমি তো নয়



Credits
Writer(s): Mukul Dutta, Vidyut Goswami
Lyrics powered by www.musixmatch.com

Link