Bolte Cheo Bolte

বলতে চেয়েও বলতে পারিনি, যায় না বলা মুখে
বড্ড শেয়াল, সেও জানে না তারে হারাই চোখে
হেসেখেলে কথা বলা, এটুকুই যা
মনে মনে এগিয়েছি এক পা দু' পা

জেনে-বুঝে পড়েছি ফাঁদে
যে রাঁধে সে চুলও বাঁধে

আগে কেন আমি কিছু বলবো যে তারে
আমাকে সেও আগে বলতে পারে
মেয়ে আমি, তাই আমার লাজটাও বেশি
বলো কী করে আমি ঝেড়ে যে কাশি
"ধরি মাছ না ছুঁই পানি" বলে প্রবাদে

জেনে-বুঝে পড়েছি ফাঁদে
যে রাঁধে সে চুলও বাঁধে

হেসে যদি কিছু বলি, পাবে আশকারা
খাবে যে হোঁচট, হবে পাগলপারা
ধীরে ধীরে তারে যদি নিয়ে আসি বাগে
ভিজবে চিড়ের মতো সে অনুরাগে
মেয়েরা যে মায়াবিনী, বলে কি সাধে?

জেনে-বুঝে পড়েছি ফাঁদে
যে রাঁধে সে চুলও বাঁধে

বলতে চেয়েও বলতে পারিনি, যায় না বলা মুখে
বড্ড শেয়াল, সেও জানে না তারে হারাই চোখে
হেসেখেলে কথা বলা, এটুকুই যা
মনে মনে এগিয়েছি এক পা দু' পা

জেনে-বুঝে পড়েছি ফাঁদে
যে রাঁধে সে চুলও বাঁধে
জেনে-বুঝে পড়েছি ফাঁদে
যে রাঁধে সে চুলও বাঁধে



Credits
Writer(s): Sumit Acharya, Rupak Kumar Deb
Lyrics powered by www.musixmatch.com

Link