Cholna Sundari

চল না সুন্দরী মীনাবাজারে
নাগরদোলায় দুলুম আহা রে
তাইরে-নাইরে-নাইরে-না
তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে

চল না সুন্দরী মীনাবাজারে
নাগরদোলায় দুলুম আহা রে
তাইরে-নাইরে-নাইরে-না
তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে

তোর চোখের চাহনি কয় কত কাহিনী
মোরে করিলো পাগল রং-রূপের মোহিনী
তোর চোখের চাহনি কয় কত কাহিনী
মোরে করিলো পাগল রং-রূপের মোহিনী
আমি দিয়ে বসেছি তোরে আমার মনের ধন
তোরে করেছি আপন, কর আপন আমারে

চল না সুন্দরী মীনাবাজারে
নাগরদোলায় দুলুম আহা রে
তাইরে-নাইরে-নাইরে-না
তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে

তোরে দেখি যখনই, মন করে যে আনচান
দিবানিশি ভাবে মন এ যে কেমনতর টান
তোরে দেখি যখনই, মন করে যে আনচান
দিবানিশি ভাবে মন এ যে কেমনতর টান
কেন করিস ছলনা, না কি পিরিত বুঝিস না?
ভরে রাখুম রে একদিন এই মনের মাঝারে

চল না সুন্দরী মীনাবাজারে
নাগরদোলায় দুলুম আহা রে
তাইরে-নাইরে-নাইরে-না
তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে

তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে
তুলুম selfie হরেক রকম চমক লাগা রে
করুম তোর লাগিয়া কত কেনাকাটা রে



Credits
Writer(s): Sumit Acharya, Rupak Kumar Deb
Lyrics powered by www.musixmatch.com

Link