Jibaner Mane

জীবনের মানে বোঝে ক'জনে?
আকাশের পানে চেয়ে আনমনে
নিরালায় একা বসে ভাবি
কখনো যে সুরে, কখনো গানে
কিছু অভিমানে, কিছু অনুমানে
আঁকি ছবি, জানি বৃথা সবই
জীবনের মানে বোঝে ক'জনে?

চাইলে সবই কি পাওয়া যায়?
ফেলে আসা দিন ধরা দেয় চোখের পাতায়
ওই তো মহল আজ গড়েছি
শান্তি খুঁজে ক্লান্ত হয়ে যে পড়েছি
কী হবে যে পেয়ে, অথবা হারিয়ে
নেই আজ তাই কোনো দাবি

জীবনের মানে বোঝে ক'জনে?

মন ভেঙেছি যদি কারো
আজ বলে মন, "তার কাছে একটু হারো"
একটু হাসি চাই জীবনে
হাসিটাই বাঁচার প্রেরণা দেয় যে প্রাণে
কেউ কি কখনো থাকে চিরদিনই?
শুধু যে অমর প্রেম-সুরভি

জীবনের মানে বোঝে ক'জনে?
আকাশের পানে চেয়ে আনমনে
নিরালায় একা বসে ভাবি
কখনো যে সুরে, কখনো গানে
কিছু অভিমানে, কিছু অনুমানে
আঁকি ছবি, জানি বৃথা সবই
জীবনের মানে বোঝে ক'জনে?



Credits
Writer(s): Sumit Acharya, Rupak Kumar Deb
Lyrics powered by www.musixmatch.com

Link