Jata Dure Jabe Bandhu

যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যত বার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যত বার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু

কিছু কিছু কথা আছে যার মানে
বুঝিনি এখনো, তবু সন্ধানে
কিছু কিছু কথা আছে যার মানে
বুঝিনি এখনো, তবু সন্ধানে
কাটে সকাল বিকেল যেন নেহাতই স্বভাবে
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু

গোছানোর কথা ছিলো এমনই সময়
সব অগোছালো কথা, জমা নীরবতা
গোছানোর কথা ছিলো এমনই সময়
সব অগোছালো কথা, জমা নীরবতা
যত ভাবো ভুলে যাবে যা ছিলো বেদনা
যতই ভোলো না, যতই বোঝো না
দেখো হঠাৎ ফেরারী কোনো স্মৃতি কাঁদাবে

যত দূরে দূরে দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যত বার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে
যত দূরে দূরে দূরে যাবে বন্ধু



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link